Saturday, March 3, 2007

আসুন বাঙ্গালী, ব্যাবসা করুন



বাঙ্গালী বলতে আমি যাঁরা বাংলায় থাকেন তাঁদেরই বুঝি। আবার যাঁরা বাংলা ভাষা বলেন, তাঁদেরও বুঝি। কাজেই, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে এই ব্লগ বাংলাদেশের বাঙ্গালীদের জন্যেও।

রবীন্দ্রনাথ বলেছিলেন, "রেখেছ বাঙ্গালী করে, মানুষ করনি"।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ আজ কেন এত পিছিয়ে আছে?

যে কোনও দেশের উন্নতির জন্যে অন্ততঃ তিনটি জিনিশের প্রয়োজন -
  • আধ্যাত্মিক উন্নতি
  • শারীরিক উন্নতি
  • আর্থিক উন্নতি
আধ্যাত্মিক আর শারীরিক উন্নতির কথা অন্য জায়গায় আলোচনা করা যাবে, এই বিভাগে খালি আর্থিক উন্নতির কথাই বলি।

আর্থিক উন্নতি মানে রাজ্যের বা দেশের প্রতিটি মানুষের আর্থিক উন্নতি। ব্যাবসা-বাণিজ্য-শিল্প ছাড়া আর্থিক উন্নতি সম্ভব নয়। বাঙ্গালী চিরকাল ব্যাবসা বিমুখ। তাই বাংলার উন্নতি নেই।

এই ব্লগে আমরা বিভিন্ন ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা করব। প্রতিষ্ঠিত বাঙ্গালী (আমি আগেই বলেছি 'বাঙ্গালী' বলতে কি বুঝি) ব্যবসায়ীদের কাছে অনুরোধ, তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথা এই ব্লগে লিখতে পারেন।

(ইংরেজীতেও লিখতে পারেন, কিন্তু বাংলা লিখতে চাইলে, অভ্র কী-বোর্ড ব্যবহার করতে পারেন।)

No comments: